সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নওগাঁয় অমুসলিমদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ!

নওগাঁয় অমুসলিমদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ!

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ থেকে:
নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের বাড়িসহ খরের পালা পুড়ে যাওয়া অমুসলিম নাগরিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও সুধী সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বার ২৪ ইং রোজ বুধবার বিকালে জেলার ধামইরহাট উপজেলার ইসুবপুর ইউনিয়নের ইসবপুর উচ্চ বিদ্যালয় মাঠে  এ সভা অনুষ্ঠিত হয়। ইসুবপুর  ইউনিয়ন আমীর মাওলানা এমদাদুল আলমের  সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী রেজুয়ানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পত্নীতলা ধামুরহাট) নওগাঁ ২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী নওগাঁ  জেলা পশ্চিমের আমীর জননেতা জনাব ইন্জিনিয়ার  ইনামুল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে  ইঞ্জিনিয়ার এনামুল হক  বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই যাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে তারা আমার ভাই, বোন  আমরা এদেশে জন্মেছি একই স্কুলে লেখাপড়া করেছি । একই দোকানে বসে নাস্তা করেছি। একসাথে খেলাধুলা করেছি। তারা  স্বাধীন এই বাংলাদেশের সংখ্যালঘু হতে পারেনা। তারা  বাংলাদেশের নাগরিক। তারা এদেশে ভেসে আসেনি। অতএব এদের সংখ্যালঘু বলে আমার এই ভাইদের ছোট করবেন না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমের  জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল মকিম, উপজেলা ধামুরহাট আমীর, মাওলানা মো: কামরুজ্জামান উপজেলা নায়েবে আমীর জনাব মাওলানা আতাউর রহমান  প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক  মাওলানা হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যান সাধন করে, বিশেষ  করে অমুসলিম নাগরিকেরা আমাদের আমানত সুতরাং সংখ্যালঘু ভাইদের আমানতের ব্যপারে  জামায়াতে ইসলাম কখনো খিয়ানত করবেনা। তাদের পাহাড়াদার হিসাবে অসংখ্যক জামায়াত শিবির, প্রস্তুত আছে। সুতরাং  ভইয়ের কোন কারন নেই, আগামী দিনের বাংলাদেশ জামায়াতে ইসলামির বাংলাদেশ।  এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...