সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের সন্ত্রাস, চাঁদাবাজি,  অর্থ আত্মসাতের  বিচারের দাবিতে মানববন্ধন

ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের সন্ত্রাস, চাঁদাবাজি,  অর্থ আত্মসাতের  বিচারের দাবিতে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাট  উপজেলার ৫ নং আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান এবং সাবেক চেয়ারম্যান ও আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী কমল এর চাঁদাবাজি, সন্ত্রাসী, চাকরির নামে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে শাস্তির দাবিতে ৪ সেপ্টেম্বর বেলা ১১ টায়  ধামইরহাট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার, সচেতন এলাকাবাসী ও ছাত্র সমাজের ব্যানারে  এই মানববন্ধন অনুষ্ঠিত।  লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, বিনা দোষে মিথ্যা মামলায় জড়ানো, হুমকি, ভয়-ভীতি ও হয়রানীর ফিরিস্তি  তুলে ধরে  ভুক্তভোগীগণ  মানববন্ধনে বক্তব্য প্রদান করেন। আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের হেলাল আড়াই লক্ষ টাকা, পলাশবাড়ি গ্রামের উজ্জ্বল চন্দ্র পাল ৫ লক্ষ টাকা, একই গ্রামের জাহাঙ্গীর আলম  ও আইয়ুব ১ লক্ষ করে টাকা, অর্জুনপুর গ্রামের সাখাওয়াত ৮৫ শতক জমির রায়ের জন্য ২ লক্ষ টাকা, রামনারায়ণ পুর গ্রামের আবু তাহের ৩৫ লক্ষ টাকা, চকভবানী গ্রামের মিজানুর রহমান বন্ধক জমির ৫ লক্ষ ৪০ হাজার টাকা, একই গ্রামের  আব্দুল কাদের এর নিকট থেকে তদন্তের নামে এক লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে বলে মানববন্ধনে অভিযোগ তোলেন।এছাড়া ও ৪০-৫০ জন ব্যক্তি বিভিন্ন অংকের অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেন। ৫নং আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর মুঠোফোনে বলেন “আমি কারো নিকট থেকে কোন অর্থ আত্মসাৎ করি নাই, অর্থ গ্রহণের তথ্য প্রমাণ দিতে পারলে আমি তা পরিশোধ করে দেবো।  এবং সাবেক চেয়ারম্যান শাহাজান আলী কমল এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি এসব অভিযোগ অযৌক্তিক এবং মিথ্যা বলে দাবি করেন।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...