সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / ‘ধর্মীয় উস্কানির মাধ্যমে অরাজকতার বিষয়ে সজাগ থাকতে হবে’

‘ধর্মীয় উস্কানির মাধ্যমে অরাজকতার বিষয়ে সজাগ থাকতে হবে’

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনের আগে একটা গোষ্ঠী এখন থেকেই সক্রিয় হয়ে উঠেছে। দেশে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনাদেরকে  সজাগ থাকতে হবে।

সোমবার (৪ জুলাই) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও দূরদর্শিতায় নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। আমার বিশ্বাস তার নেতৃত্বে দেশ ২০৪১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মেয়র আওলাদ হোসেন লিটন।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...