সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / দ. চীন সাগরে নৌ বাহিনীর টহল অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

দ. চীন সাগরে নৌ বাহিনীর টহল অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, বেইজিংয়ের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ বাহিনীর টহল দেয়া বন্ধ করা হবে না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ সাগরে যুক্তরাষ্ট্র টহল অব্যাহত রাখবে।

ম্যানিলা উপসাগরে নোঙ্গরকারী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে এ কথা বলেন লে. কমান্ডার টিম হকিন্স। ফিলিপাইন সফরের অংশ হিসেবে এটি সেখানে নোঙ্গর করেছে।

তিনি আরো দাবি করেন, দক্ষিণ চীন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেয়া হয়েছে।

গত সাত দশক ধরে এ অঞ্চলে মার্কিন নৌ বাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এ তৎপরতা চালানো হচ্ছে।

প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর কর্তৃত্ব দাবি করছে বেইজিং। এ নিয়ে স্থানীয় দেশগুলোর সঙ্গে চীনের টানাপড়েন চলছে।

সূত্র: পার্স টুডে

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...