সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / দ্রুত সময়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর: উপদেষ্টা আদিলুর
Oplus_0

দ্রুত সময়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর: উপদেষ্টা আদিলুর

  1. স্টাফ রিপোর্টারঃ

শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘জুলাই-আগস্ট মাসের গণহত্যার বিরুদ্ধে ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছে।

বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সময় শুধু শাসন না, পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেই সংস্কার চলছে।

সেজন্য সংস্কারের চেষ্টা চলছে, যত দ্রুত তা পারি। এরপর একটি নির্বাচিত ব্যবস্থার (সরকার) হাতে ক্ষমতা হস্তান্তর হবে।’

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর বলেন, ‘দেশে আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের শাসন আমলে বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন স্বাস্থ্য খাতেও কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না মানুষের।’

সংস্কারের বিষয় তিনি বলেন, ‘স্থানীয় থেকে জাতীয় পর্যন্ত একটি যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠে। যেন অন্যায়-অবিচার, ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। আমাদের ওপর যারা অত্যাচার করেছে তাদেরও যেন মানবাধিকার নিশ্চিত হয়। আমরা তাদের ওপর অত্যাচার করতে পারব না। নয়ত আমরা ভুল করে ফেলব।’

আদিলুর আরও বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যেন ফ্যাসিবাদ সরকার আর কোনো দিন ফেরত না আসে সেজন্য সংস্কার চলছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা।

এ ছাড়া দেশজুড়ে ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি যেন দ্রুত বন্ধ হয়। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা অত্যাচার করেছে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’

এ সময় আড়িয়ল বিল দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকপাত করেন এ উপদেষ্টা। তিনি বলেন, বালু ফেলে আড়িয়ল দখল করা হয়েছে। আর সাংবাদিকদের ডিজিটাল আইনসহ বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের উত্তর ইসলামপুর এলাকার নিহত তিনজনের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও খোঁজ-খবর নেন।

এছাড়াও তিনি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা ...