সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। বৃষ্টিপাতের জেরে এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা স্থানীয় বলেছেন, ‘এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ ও আহত ৮৫ জনে পৌঁছেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি আরও বলেন, বন্যার পানির তোড়ে অনেক এলাকার রাস্তা ভেঙে পড়া গাছ ও পাথর দিয়ে অবরুদ্ধ হয়ে গেছে। বাকি রাস্তা গুলোও কাদা ও পানিতে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।

বিবিসি বলছে, বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয় ক্ষতির শিকার হয়ে থাকেন। মূলত পূর্ব আফ্রিকার দেশ গুলো ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেটি আবার আংশিক ভাবে আবহাওয়ার এল নিনোর কারণে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...