সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / ঢাকাসহ চার জেলার কারফিউ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ চার জেলার কারফিউ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

বর্তমান দেশবাংলা ডেস্ক:

রাজধানী ঢাকাসহ আশপাশের আরও চার জেলায় চলমান কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (২৬ ও ২৭ জুলাই) ৯ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে বলেও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে কারফিউ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঢাকা মহানগর-ঢাকা জেলা, গাজীপুর মহানগর-গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় কারফিউ যেভাবে চলছে, সেটা অব্যাহত থাকবে।

তবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।

গ্রেপ্তার অভিযান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাশকতাকারীদের খুঁজে বের করার জন্য আমাদের চিরুনি অভিযান চলছে। যে ব্যক্তি আসলেই দোষী তাকে খুঁজে বের করার জন্যই আমাদের এ অভিযান। যতদিন পর্যন্ত নাশকতাকারীদের আমরা ধরতে না পারব, ততদিন পর্যন্ত এ অভিযান চলবে।’

কোটা আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই দিনগত রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়।

পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...