সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / ঢাকার রাজপথ জনতার দখলে,রাজপথে উৎসব,আনন্দ মিছিল
Oplus_0

ঢাকার রাজপথ জনতার দখলে,রাজপথে উৎসব,আনন্দ মিছিল

 

বিডি বাংলা ডেস্ক:

রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের কারফিউ ভেঙে যাত্রাবাড়ী উত্তরাসহ বিভিন্ন পয়েন্টে রাজধানীমুখী লাখ লাখ মানুষের স্রোত নেমে আসে।

শাহবাগ আন্দোলনে যোগদানকারীরা বলছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ।’

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবেন আন্দোলনকারীরা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

এদিকে জাতির উদ্দেশে দুপুর ৪ টায় ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ -জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আইএসপিআর থেকে বলা হয়, সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ইতোমধ্যেই শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন।যাবার আগে তিনি পদত্যাগ করেন।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবরে শাহবাগসহ সমগ্র ঢাকা শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিলে যোগ দিয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...