সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ড. ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মত তৈরির চেষ্টা করছেন জয়
Oplus_0

ড. ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মত তৈরির চেষ্টা করছেন জয়

 

আন্তর্জাতিক ডেস্ক:

আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত সংস্কার করা সম্ভব নয় বলে মনে করেন গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের অধীনে নেতাকর্মীদের ওপর নিপীড়ন চলছে দাবি করে তিনি বলেন, এই মুহূর্তে এর বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এসব কথা বলেছেন বলে জনিয়েছে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে । সেখানে শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়েও কথা বলেছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সাক্ষাৎকারে রয়টার্সকে জানান, আগামী ১৮ মাসের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে৷

যদিও শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় মনে করেন ১৮ মাস অনেক দীর্ঘ সময়৷ একইসঙ্গে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রকৃত সংস্কার করা সম্ভব নয় বলে সতর্ক করেছেন৷

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সকে জয় বলেন, ‘আমি খুশি যে এখন অন্তত আমাদের একটি আনুমানিক সময়সীমা আছে৷ কিন্তু আমরা এর আগেও দেখেছি যেখানে অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের কথা বলে পরিস্থিতির আরও অবনতি করেছিল৷’

বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ের সামরিক অভ্যুত্থানের কথাও উল্লেখ করেন তিনি৷

সজীব ওয়াজেদ বলেন, ‘আমি আমার দলের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চাই৷ তাই এই মুহূর্তে ইউনুস সরকারের অধীনে তাদের ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছি৷’

বাংলাদেশে তার মায়ের ফেরা প্রসঙ্গে জয় বলেন, ‘বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার (শেখ হাসিনা) ওপর৷’

গত ৫ আগস্ট গণবিপ্লবের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সংস্কারের জন্য প্রস্তাবিত ছয়টি প্যানেল গঠিত হলে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে৷

নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা৷

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...