সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩৯ মারা গেলেন।

৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৩ লাখ ১৪ হাজার ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার এক লাখ ৮ হাজার ৪০৪ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৯৮৪ জন বলে জানা গেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মুক্তিযোদ্ধা ও গরীব অসহায়দের চিকিৎসায় কোনো ফি নেন না ডা. এজাজ

সদরুল আইনঃ কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সিংহভাগ নাটক-সিনেমায় অভিনয় করেছেন ...