সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত অন্তত- ১৫

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত অন্তত- ১৫

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর  লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ৩১ জুলাই বুধবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও  জেলা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও জেলা শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজয় চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখানে পুলিশ ব্যারিকেড দিলে বেলা ১২টার দিকে তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে যায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বাধা দিতে আদালতের মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেয়। ঘন্টা দুয়েক পরে আন্দোলনকারীরা সেখানে  বিবৃতি দিয়ে স্থানত্যাগ করে ফিরে যান ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে  ভাতার বই বিতরণ

মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি :   রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ...