সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে তিন চোরাই বাইকসহ ৪৮ মামলার আসামি আটক
Oplus_0

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে তিন চোরাই বাইকসহ ৪৮ মামলার আসামি আটক

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা ও ৪৮টি চুরি সহ বিভিন্ন মামলার আসামি মো. আবদুর রাজ্জাক (৫৩) ও তার এক সহযোগী সোলেমান আলীকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ।
এ ছাড়া তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (২৯/০৭/২০২৪) রানীশংকৈল থানার একটি দল প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে পৌরশহর থেকে রাজ্জাক চোরকে আটক করে। এরপর তার সহযোগীকেও আটক করা হয়। আটক চোরচক্রের ঐ দুজনের দেওয়া তথ্যমতে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। রানীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। রাজ্জাক রানীশংকৈল পৌরশহরের ভাণ্ডারা মহল্লার মকবুল হোসেনের ছেলে ও সোলেমান আলী পাশের হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুল হকের ছেলে। রানীশংকৈল থানা পুলিশ জানায়, উপজেলার বেলাল হোসেন নামে এক ব্যক্তির ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। তিনি সন্দেহভাজন হিসেবে রাজ্জাকসহ অজ্ঞাতনামা মোটরসাইকেল চোরদের নামে থানায় চুরি মামলা করেন। রানীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ বলেন, চোরচক্র পরিকল্পিতভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করতে সক্ষম হই।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...