সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ জুন মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা : যোবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিয়া পারভীন, ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ , বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রহমান , উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী থানা তদন্ত কর্মকর্তা সোবহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দলিল উদ্দিন, লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মিয়া, ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রমুখ।

সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বেশকিছু সুপারিশমালা উপস্থাপন করেন অংশগ্রহনকারীগণ। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমামগণ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জন অংশ নেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :   “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ...