সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / খুলনা বিভাগ / ঝিনাইদহে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঝিনাইদহে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাইফুল ইসলাম, কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইদ্রিস আলী মন্ডল (৮৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইদ্রিস আলী পৌর শহরের ব্রীজঘাট এলাকার মৃত খোদা বক্স মন্ডলের ছেলে। মঙ্গলবার সকালে পৌর শহরের দুধসারা মসজিদ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ইদ্রিস আলী ট্রাক্টরের নিচে পড়ে গেলে চালক তাকে চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এঘটনায় ট্রাক্টর চালক ফারুক পালিয়ে গেলেও বালু বোঝাই টাক্টর আটক করেছে পুলিশ। এলাকার মানুষের দাবি তাঁরা এর সুষ্ঠু বিচার চাই।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অভিনব কায়দায় কুরিয়ার থেকে অবৈধ স্বর্ণ নিয়ে যাওয়ার পথে মালিক আটক

  আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি, যশোরঃ ঝিনাইদাহ পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা ...