সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ২টি গরু

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ২টি গরু

মোঃবিল্লাল হোসেন: শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ চন্দ্র নামের এক কৃষকের দুইটি গরু মারা গেছে। বুধবার (১৫ জুন) বিকাল পাঁচটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জগদিস চন্দ্র দুপুরে বাড়ির পাশে মাঠে গাভি দুইটি ঘাস ক্ষেতে দেয়।

গরু দুইটি ঘাস খাচ্ছিল এমন সময় মাঠের উপর দিয়ে সিমেন্টের খুঁটিতে (ঘরের কাজে ব্যবহৃত খুঁটি) ঝুঁলানো কভার ছাড়া বিদ্যুতের তার মাঠের পানিতে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরু দুইটি মারা যায়।

গরুর মালিক কৃষক জগদীশ চন্দ্র হাজং বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া গরু দুইটির মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে। গরু দুইটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন বলেন, সিমেন্টের তৈরি বিদ্যুতের খুঁটি ব্যবহার না করে সাধারণ খুঁটি দিয়ে কভার বিহীন তার দিয়ে সংযোগ টানার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু দুইটি মারা গেছে। এখানে মানুষেরও প্রানহানির ঘটনা ঘটতে পারতো।

এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান বলেন, এভাবে ওই এলাকায় বিদ্যুতের সংযোগ টানা হয়েছে বিষয়টি তার জানা ছিল না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন নরমাল তারে বিদ্যুৎ সংযোগ নেয়া ছিল। ছিড়ে মাটিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান

দৈনিক বর্তমান দেশবাংলা : ঢালিউড সুপারস্টার শাকিব খান আরব আমিরাতের গোল্ডেন ভিসা ...