সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান
Oplus_0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান

 

নিজস্ব প্রতিবেদকঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তাকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যাল) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। জনস্বার্থে করা এ নিয়োগ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় বাতিল করতে পারবেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...