সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর:
অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ পালন উপলক্ষে শহরের পিটিআই গেট সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) মিটিং রুমে সকাল ১১ঃ ০০ টায় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক জনাব এম এইচ  মজনু মোল্লা।
 আলোচনায় অংশগ্রহণ করে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের  অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান খান বলেন, ব্রহ্মপুত্র নদ খনন উপলক্ষে হাজার কোটি টাকার লোটপাট বন্ধ করতে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জনাব মাহবুবুর রহমান মহব্বত, প্রাক্তন ইউপি চেয়ারম্যান বলেন, আন্ত সীমান্ত নদ-নদী গুলোতে আমাদের লোয়ার রায়পেরিয়ান কান্ট্রি হিসেবে যে অধিকার থাকার কথা তা না থাকায় আমরা যখন তখন বন্যার মত দুর্যোগের মুখে পতিত হচ্ছি।
সাইদা বেগম শ্যামা  বলেন জামালপুরে অবস্থিত ঝিনাই সহ ছোট ছোট নদী গুলো র অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদীগুলো অব্যবস্থাপনার জন্য নদী পাড়ে মানুষ ও মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন ও জীবিকার উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। মৎস্য সম্পদের উন্নয়নের জন্য আমাদের নদনদী ও জলাভূমি গুলো সংস্কার অতীব জরুরি। আলোচনার অংশগ্রহণ করে গবেষক ও কলামিষ্ট জনাব মসিউল আলম বাবলু বলেন মানুষের বাসযোগ্য একটি পরিবেশ এর জন্য নদ-নদী গুলোর অবদান অনস্বীকার্য। নদ নদী গুলো দুরবস্থার কারণে আমাদের জলপথের অব্যস্থাপনা দেখা দিয়েছে। অথচ এক সময় বাংলাদেশের সহজ লভ্য পরিবহন খাতি ছিল নৌ পরিবহন। নদ-নদী গুলোর প্রবাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমাদের কাঙ্ক্ষিত কৃষি উন্নয়ন সম্ভব হচ্ছে না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন  প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ এনামুল হক,
পরিশেষে সভাপতি মহোদয় নদনদীর প্রবাহমান জলধারা বজায় রাখার জন্য স্থানীয় জনসাধারণের এর চেয়ে উজানের দেশগুলোর জল প্রত্যাহার অধিক দায়ী বলে মনে করেন। সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর অ্যান্ড ডেভেলপমেন্ট এ এল আর ডি কে এই দিবস উদযাপনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি
 ঘোষণা করেন।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মহানবী (সাঃ)কে কটুক্তি করায় নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মহ মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ মহানবী (সাঃ)কে কটুক্তি করায় নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিল ...