সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / ছাত্র-জনতার আন্দোলনে নিহত: শেখ হাসিনা সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল
Oplus_0

ছাত্র-জনতার আন্দোলনে নিহত: শেখ হাসিনা সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল

 

স্টাফ রিপোর্টারঃ

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহতের ঘটনা তদন্তে তৎকালীন শেখ হাসিনা সরকার তিন সদস্যবিশিষ্ট যে তদন্ত কমিশন গঠন করেছিল তা বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) এক প্রজ্ঞাপন জারি করে এই কমিশন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এসআরও নম্বর ২৯৯-আইন/২০২৪। সরকার, Commissions of Inquiry Act, 1956 (Act No. VI of 1956) Gi section 7 এ প্রদত্ত ক্ষমতাবলে ১ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এসআরও নম্বর ২৮০-আইন/২০২৪ দ্বারা গঠিত ৩ (তিন) সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন এতদ্বারা বাতিল ঘোষণা করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।’

উল্লেখ্য, গত ১ আগস্ট তিন সদস্যের এই তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। আর সদস্য ছিলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।

 

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...