সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল মিয়ানমারের জান্তা

চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল মিয়ানমারের জান্তা

জান্তাবিরোধী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলে চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সেনা সরকার। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

এবার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মুখ খুলল জান্তা সরকার। মঙ্গলবার জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, এটা  আইনসম্মতভাবে করা হয়েছে। জনগণের জন্য এটাকে ‘ন্যায়বিচার’ বলেও উল্লেখ করেছেন তিনি।

সেনা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, মৃত্যুদণ্ড কার্যকর কোনো ব্যক্তিগত বিষয় না। অপরাধীদের নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল। বিধিসম্মতভাবেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হলে সমালোচনা হবে সেটা সেনা সরকার জানত বলেও উল্লেখ করেন তিনি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। সুচিকে বন্দী করা হয়। এখনো তাকে বন্দী রাখা হয়েছে। অভ্যুত্থানের পর বিক্ষোভে ২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...