সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / চানখারপুলে ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

চানখারপুলে ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

 

বর্তমান দেশবাংলা ডেস্ক:

রাজধানীর চানখারপুল এলাকায় কোটা আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলির অভিযোগ উঠেছে বহিরাগত ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রাতুল ও শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও সাফিন নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে বেলা ৩টার পর থেকে দ্বিতীয় দিনের মতো কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে।

ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...