সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / বরিশাল বিভাগ / চরফ্যাসন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

চরফ্যাসন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

 

চরফ্যাসন,ভোলাঃ

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলার চরফ্যাসন উপজেলায় তিন পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১০ টায় থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে তারা মনোনয়ন পত্র জমা দেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২ জন , মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন-চেয়ারম্যান পদে বর্তমান চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,মরহুম অধ্যক্ষ মোহাম্মদ আরব আলী মাষ্টারের ছেলে একেএম শাহে আলম খোকন, ও মেয়ে সাদিয়া আক্তার, নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম সোহেল,কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন।

ভাইস-চেয়ারম্যান পদে জমা দিয়েছেন- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, আব্দুল্লাহ আল নোমান। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিম ও হাসিনা বেগম। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো.দেলোয়ার হোসেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবছরই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও এসব প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার ৯ মে। মনোনয়ন বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩-১৫ মে।

আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ আগামী ৫ জুন বুধবার অনুষ্ঠিত হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বরগুনায় রেমালের তান্ডবে  কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা 

মঈনুল সুমন – বরগুনা জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনায় কৃষি খাতে ...