সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / ঘূর্ণিঝড় রিমাল এ ক্ষতিগ্রস্তদের মাঝে স্থানীয়  এমপির অনুদান২০ লক্ষ টাকা

ঘূর্ণিঝড় রিমাল এ ক্ষতিগ্রস্তদের মাঝে স্থানীয়  এমপির অনুদান২০ লক্ষ টাকা

মেঃ নাঈম হোসাইন ,দশমিনা পটুয়াখালী প্রতিনিধি:
পটয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় নির্বাহী অফিসার কার্যালয়ে ঘূর্ণিঝড় রিমাল এর পরবর্তি করোনিও সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ, সহকারী কমিশনার ভুমি ওয়াসিউজ্জামান চৌধুরী , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন।
 সভায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে উপজেলায় ভেরি বাঁধ,  রাস্তা, শিক্ষা-প্রতিষ্ঠান, ঘর-বাড়ি, পুকুর-ঘের  এর ক্ষয়-ক্ষতি সম্পর্কে সাত ইউনিয়নের চেয়ারম্যান গন সংসদ সদস্যকে অবহিত করেন।
স্থানীয় সংসদ সদস্য তাৎক্ষনিক জনগনের দুর্ভোগ  লাগবে বিভিন্ন রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘর সংস্কার এর জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
  উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় অবহিত করেন উপজেলায় ঘূর্ণিঝড় রিমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্তদের সম্ভব্য তালিকা প্রস্তুত করে জেলায় প্রেরন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের এলাকার ক্ষয়-ক্ষতির তালিকা প্রেরনের জন্য বলা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ  এমদাদুল হক সদর উপজেলা প্রতিনিধি জামালপুর বাংলাদেশ জাতীয়তাবাদবাদী ওলামা দলের ৪৬ ...