সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত 

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত 

কাবিরুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং  বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়েছে। এবছর জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ নামকরণ করা হয়।

সোমবার (৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন  নাজমুল হক, পুরষ্কার বিজয়িদের মধ্যে থেকে বক্তব্য দেন তাসমিনা খাতুন ইলা,

উপস্থিত অতিথিগণ বিজয়ি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যারা গড়বে এরাই সেই সোনার ছেলেরা। তাদের প্রতি আমাদের শিক্ষকদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মেধা ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে বলে বক্তব্যরা আশা প্রকাশ করেন। পরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জনকে ও জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৬৫ জনকে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুদের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

  মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সুদের টাকার চাপ সইতে না পেরে দিনাজপুরের ...