সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / গাজীপুর বিএনপি’র চার নেতা বহিষ্কার
Oplus_0

গাজীপুর বিএনপি’র চার নেতা বহিষ্কার

 

নাজমূল হুদা:

গাজীপুর সদর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপি’র চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম বেপারী, যুগ্ম সম্পাদক ডি.এম আজহার, গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার এবং পিরুজালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ফকির।

গত সোমবার (৯ সেপ্টমবর) গাজীপুর জেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বার্তায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমান থাকায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম বেপারী, যুগ্ম সম্পাদক ডি.এম আজহার কে বহিষ্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) অপর আরেক বার্তায় গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী স্বাক্ষরিত বার্তায় নাজিম সরকার ও নাজমুল ফকিরের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে প্রমান পাওয়ায় তাদেরকেও বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত শনিবার (৭সেপ্টেম্বর) হাসিবুর রহমান স্বাক্ষরিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এই চার নেতার বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দেওয়া হয়।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...