সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রদলাদপুরে গরু চোরের উপদ্রপে সাধারন মানুষ দিশেহারা

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রদলাদপুরে গরু চোরের উপদ্রপে সাধারন মানুষ দিশেহারা

 

বর্তমান দেশবাংলা ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রদলাদপুরে গরু চোরের উপদ্রপে সাধারন মানুষ সহ কৃষক ও খামারীরা দিশেহারা হয়ে পড়েছে।

গরু চুরির সংঘবদ্ধ চক্রের হোতারা পর্দার আড়ালে থেকে এই চক্রকে কাজে লাগিয়ে সাধারন মানুষকে সর্বশান্ত করছে। প্রশাসনের দ্বারস্থ হচ্ছে কিন্তু সাক্ষ্যি ও জোরালো অভিযোগ না থাকায় প্রশাসন গরু চোর চক্রের সদস্যরা ধরা পড়লেও শাস্তির আওতায় আনতে পারছে না।

জানা যায়, এই ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আ: আউয়াল কসাইয়ের ছেলে কাওসার কসাই স্থানীয় গৌরাঙ্গের গরু চুরি করে ধরা পড়ে।ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বিচার শেষে এই এলাকা থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া গরুর ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা জরিমানা ধরে তাকে থানায় পাঠানো হয়।

কিন্তু গৌরাঙ্গ হিন্দু সম্প্রদায়ের নিতান্তই গরীব মানুষ হওয়ায় পরে অত্যাচারের মুখে পড়তে পারে এই আশঙ্কায় লিখিত অভিযোগ না করায় কসাই কাওসার থানা থেকে ছাড়া পেয়ে যায়।

জানা যায়, এই সংঘবদ্ধ গরুচোর চক্রটি দীর্ঘদিননধরে কৃষকের গরু চুরি করে জবাই করে মাংশ বিক্রি করে আসছে।এদের পিছনে রয়েছে প্রভাবশালী চক্র।যে কারনে কখনো ধরা পড়লেও তাদের কিছু হয় না।এলাকাবাসি গরু চোর চক্রের হাত থেকে নিষ্কৃতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে আদালত চত্বরে হিরো আলমকে কান ধরে ওঠবস, মারধর

  স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ...