সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / গাজায় নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে, আহত ৮৭০০

গাজায় নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে, আহত ৮৭০০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার ২১৫ জন মারা গেছে এবং আট হাজার ৭১৪ জন আহত হয়েছে। এছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১১০০ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা। খবর বিবিসি বাংলার।

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আজ শনিবার অষ্টম দিনে গড়িয়েছে। ২২ লাখ অধিবাসীর গাজা উপত্যকা অবরুদ্ধ করে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। হামাসের এক অপারেশনাল সেন্টারে ফাইটার জেট দিয়ে হামলা চালালে মুরাদ আবু মুরাদ নামে ওই শীর্ষ কমান্ডার নিহত হন। তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আমাদের লক্ষ্য পরিষ্কার। এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...