সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / গজারিয়া পাইলট হাই স্কুলের ৯১ ব্যাচের বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

গজারিয়া পাইলট হাই স্কুলের ৯১ ব্যাচের বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

মুহাম্মদ মাসুম খান: মুন্সিগঞ্জ জেলার, গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গজারিয়া পাইলট হাই স্কুলের ৯১ ব্যাচের এক বর্ণাঢ্য  পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর, শুক্রবার।

এই উপলক্ষে ব্যাপক প্রস্ততি চলছে। বিশাল মাঠজুড়ে প্যান্ডেল, দৃষ্ঠিনন্দন তোড়ন, স্টেজ,সাংস্কৃতিক অনুষ্ঠান,আপ্যায়ন, অভ্যর্থনা,স্মৃতিচারণ,শিক্ষকদের পুরস্কৃত করন সহ বিভিন্ন আয়োজনের প্রস্ততি চলছে।

আয়োজক কমিটির মকবুল হোসেন,ওসমান গনি,মাহমুদুল হাসান বলেন ইনশাআল্লাহ আমরা একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করতে বদ্ধ পরিকর।  আগামী বছর গজারিয়া পাইলট হাই স্কুলটি গৌরবময় ৭৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

৯১ ব্যাচের শিক্ষার্থীরা সেই লক্ষ্যে তাদের অনুষ্ঠানে আলোচনা করার আশ্বাস দিয়েছেন হাজারো কৃতি সন্তান গড়ার এই প্রতিষ্ঠান ১৯৪৮ সালে স্থাপিত হলেও আজ অবদি কোন পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয় নি।

ঐতিহাসিক সেই পুনর্মিলনীর লক্ষ্যে বিভিন্ন ব্যাচ কাজ করে যাচ্ছে। ৯১ ব্যাচের জমকালো অনুষ্ঠান হতে পারে কাংখিত সেই পুনর্মিলনীর অনুপ্রেরণা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এরশাদের সঙ্গে সালমান শাহের মায়ের সম্পর্ক যেমন ছিল

  বিনোদন ডেস্ক: বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও বেঁচে আছেন ...