সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / খানসামায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

খানসামায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলনের পর সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোক র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, পুলিশ প্রশাসনের পক্ষে খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ফায়ার সিভিল ডিফেন্স এর পক্ষে স্টেশন অফিসার তালহা-বিন-জসিম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, ছাত্রলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :   “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ...