সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / কুড়িগ্রামে চতুর্থ দিনে ১ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৫

কুড়িগ্রামে চতুর্থ দিনে ১ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৫

কুড়িগ্রামে চতুর্থ দিনে ১ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় চতুর্থ দিনে কুলসুম আক্তার (আড়াই বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকা ডুবির ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২ জুন) সকালে বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কাশিয়ার চরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম বজরা পশ্চিমপাড়া এলাকার কয়জাল হকের মেয়ে।

এলাকাবাসী আশরাফুল আলম (৩৭), আলী হোসেন (৪২) ও জয়নাল (৪৭) জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে।

 

ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ৬ জন নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে শনিবার সকালে কুলসুম আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

 

নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), আইরিন (৯), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে নদী তীরে দিন রাত অপেক্ষা করছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা আব্বাস আলী জানান, নৌকার ডুবির ঘটনায় চতুর্থ দিনের মত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, নৌকা ডুবির স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ভাটি এলাকায় শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এখনো ৫ জন নিখোঁজ রয়েছে।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে স্থানীয়রা কুলসুম আক্তার নামের এক শিশুর মরদেহ করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...