সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / খুলনা বিভাগ / কাশিমাড়ীতে ২০২০ জনকে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

কাশিমাড়ীতে ২০২০ জনকে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আজ (৫ জুলাই) মঙ্গলবার সকালে কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যারয়ে লিডার্স এর সহযোগিতায় ২০২ জন কৃষকের মাঝে ২০২০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে।

লিডার্স এর কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিছুরজামান আনিচ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম,  উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ আঃ বারী প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ ও খরা সহনশীল ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।

প্রধান অতিথি বলেন, লবণ সহিষ্ণু ধান ও সবজি চাষে আরও কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগের চেয়ে লবণাক্ততা বেড়েছে। সকলকে এই লবণ সহিষ্ণু ধান বীজ চাষ করার অভ্যাস গড়ে তোলার অনুরোধ করছি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বেনাপোল পুটখালী সীমান্তে র‌্যাবের অভিযানে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক ১ 

  আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধি,যশোরঃ যশোরের বেনাপোল পুটখালী সিমান্তে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের ...