সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি ও বানিজ্য / করলা ও শিম চাষ করে, লাভবান কৃষক

করলা ও শিম চাষ করে, লাভবান কৃষক

অনলাইন ডেস্ক :  একই জমিতে সাথী ফসল হিসেবে আদা ক্ষেতে করলা ও শিম চাষ করে ব্যাপক লাভবান কৃষক সিরাজুুল ইসলাম। কম সময়ে একই জমিতে তিনটি ফসলের চাষ করে সবার কাছে অনুকরণীয় হয়েছেন দিনাজপুরের বীরগঞ্জের এই কৃষক।

সিরাজুল ইসলাম বলেন, তার ৫ বিঘা জমিতে গত ১৫ বৈশাখ দেশী জাতের আদা লাগাই ৫২ হাজার টাকার। কিছুদিন পর আদার গাছ বড় হলে মাটির নিচের পচা আদা (মথা) বিক্রি করি ৬৫ হাজার টাকার।

আশা করছি আদা মাটির নিচ থেকে তুলে বাজারে বিক্রি করে কয়েক লাখ টাকা মুনাফা হবে। আদা এমন একটি ফসল রোদও চায়, ছায়াও চায়, আর এই দুটোই পাওয়া যায় করলা আর শিম গাছ থেকে। যার কারণে এই তিনটি ফসল একসাথে যে পরিমাণ লাভ বা মুনাফা আসে, তা অন্য কোনো ফসল থেকে আসে না।

মজার বিষয় হচ্ছে দুটি ফসলের খরচ দিয়ে তিনটি ফসল চাষ করা যায়। জৈষ্ঠ্য মাসে করলা লাগাই, আশ্বিন মাসে করলা শেষ হয়ে যায়। করলা চাষে ৩০ হাজার টাকা মুনাফা হয়। এরপর সেই জমির করলার জাঙ্গিতেই শিম চাষ করি। এতে শিম চাষে তেমন খরচ লাগে নাই। মাত্র ১৬ হাজার টাকা খরচ হয় শিম চাষে। আর এ পর্যন্ত ৩৫ হাজার টাকার শিম বিক্রি করেছি। বর্তমানে প্রতি সপ্তাহে ১৫-২০ মণ শিম বিক্রি করছি। বারী-১৪ জাতের শিম চাষ করেছি, কারণ এইসব জাতের শিম ফলন বেশি আর পোকার আক্রমণ কম হয়। বাজারে খুচরা বিক্রেতা ও খদ্দেরদের কাছে কদরও বেশি। তাই আনুমানিক আরও ৫০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবো।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবুরেজা মো. আসাদুজ্জামান বলেন, করলা কিংবা শিম চাষের সাথী ফসল হিসেবে হলুদ এবং আদা চাষ লাভজনক। কারণ হলুদ এবং আদা চাষে ছায়ার প্রয়োজন হয়। যা করলা অথবা শিম চাষে পূরণ করা যায়। তাই করলা এবং শিম চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে আদা এবং হলুদ চাষে কৃষকদের পরামর্শ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা

  স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা হচ্ছে ...