সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / কমলা হ্যারিসকে ‘উগ্রপন্থি পাগল’ বললেন ট্রাম্প

কমলা হ্যারিসকে ‘উগ্রপন্থি পাগল’ বললেন ট্রাম্প

 

বর্তমান দেশবাংলা ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে কমলা হ্যারিসকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণার পর তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে ‘বাম ঘেঁষা উগ্রপন্থি পাগল’ হিসেবে অভিহিত করেছেন।

নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকান দলের এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। খবর এএফপির।

গর্ভপাতের পক্ষে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অবস্থান নেওয়াকে ‘শিশু হত্যার’ পক্ষ নেওয়া হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি হচ্ছেন একজন বাম ঘেঁষা উগ্রপন্থি পাগল যিনি আমাদের দেশকে ধ্বংস করে ফেলবেন।’

বারবার কমলা হ্যারিসের ফার্স্টনেম ভুলভাবে উচ্চারণ করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ‘আমরা সেটি হতে দেবো না।’

গত সপ্তাহে পুনর্নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়ে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর পরপরই প্রাথমিক প্রচারণা শুরু করেন কমলা হ্যারিস। প্রচারণার শুরুতেই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ভাষার শিকার হলেন তিনি।

নির্বাচনি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন সীমান্ত সংক্রান্ত ইস্যুগুলোতে কমলা হ্যারিসের ভূমিকা অভিবাসীদের অপরাধ করার প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে।

এ কারণে ট্রাম্প তাকে নেতৃত্ব দেওয়ার জন্য ‘অযোগ্য’ হিসেবেও অভিহিত করেন।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...