সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে জেলিফিশ 

কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে জেলিফিশ 

মোঃআমান উল্লাহ, কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্র সৈকতে  ভেসে এসেছে জেলিফিশ। গত শুক্রবার(১১নভেম্বর ) ভোরে সমুদ্র সৈকতের কলাতলীর পয়েন্টে এসব জেলিফিশ ভেসে আসে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, জেলেদের জালে আটকে পড়ে এসব জেলিফিশ।এদিকে সকালে ভেসে আসা এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।মহাপরিচালক জানান, সমুদ্রের কক্সবাজার উপকূলে জেলিফিশের প্রচুর আধিক্য রয়েছে।

জেলেদের জালে আটকা পড়ে মারা গিয়ে সেগুলো কূলে ভেসে আসে।ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি আরো জানান, লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোন ধরণের ক্ষতি হয়না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ।

ইতিপূর্বে  গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে এসেছিল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...