সর্বশেষ সংবাদ
Home / তথ্য ও প্রযুক্তি / এবার থেকে টুইটারে অ্যাকাউন্ট খুললেই দিতে হবে টাকা

এবার থেকে টুইটারে অ্যাকাউন্ট খুললেই দিতে হবে টাকা

X পূর্বে টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্মটি নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে নতুন ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এবার অ্যাকাউন্টে কিছু পোস্ট করার আগেই দিতে হবে ১ ডলার। ফরচুনের রিপোর্ট অনুযায়ী টুইট করা, রিপ্লাই করা, রিটুইট করা এবং লাইক করাসহ মূল ফাংশনগুলিতে অ্যাক্সেসের জন্য বছরে এই নির্দিষ্ট টাকা দিতে হবে। এই নতুন প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘Not a Bot’। X কর্তৃপক্ষ একটি পোস্টে জানিয়েছে -”১৭ অক্টোবর, ২০২৩ থেকে আমরা ‘নট এ বট’ পরীক্ষা শুরু করেছি, দুটি দেশে নতুন ব্যবহারকারীদের জন্য একটি নতুন সাবস্ক্রিপশন পদ্ধতি। এই নতুন পরীক্ষাটি স্প্যাম, আমাদের প্ল্যাটফর্মের ম্যানিপুলেশন এবং বট কার্যকলাপ হ্রাস করার জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে তৈরি করা হয়েছে । X-এ বট এবং স্প্যামারদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সাহায্য করার জন্য এটি মূল্যায়ন করবে, যখন ছোট ফি প্রদানের মাধ্যমে প্ল্যাটফর্ম অ্যাক্সেসযোগ্যতার ভারসাম্য বজায় রাখবে। এই পরীক্ষা বিদ্যমান ব্যবহারকারীদের প্রভাবিত করবে না।”

নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে তৈরি করা নতুন অ্যাকাউন্টগুলিকে প্রথমে তাদের ফোন নম্বর যাচাই করতে হবে, এবং তারপরে পোস্ট, লাইক, কমেন্ট, পুনঃপোস্ট এবং বুকমার্ক ব্যবহার করতে ১ ডলার বার্ষিক ফি দিতে হবে। নতুন ব্যবহারকারীরা যারা সাবস্ক্রিপশন করাবেন না তারা শুধুমাত্র ‘রিড অনলি’ অ্যাকশন নিতে সক্ষম হবেন, যেমন: পোস্ট পড়া, ভিডিও দেখা এবং অ্যাকাউন্ট ফলো করা। শর্তাবলি অনুযায়ী নতুন চার্জ একটি বেটা প্রোগ্রাম এবং যারা সাইন আপ করবেন এমন ব্যবহারকারীদের অবশ্যই একটি পুনরাবৃত্ত সাবস্ক্রিপশন অর্থপ্রদানে সম্মত হতে হবে।

গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথোপকথনে মাস্ক প্রথম সমস্ত ব্যবহারকারীদের চার্জ করার সম্ভাবনার দিকে ইঙ্গিত করেন। তবে বর্তমান পরিকল্পনাটি এখন শুধু নতুন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। ইউজার যখনই X-এ সাইনআপ করবেন তখন তার মোবাইল নম্বর যাচাই করা হবে। তারপর তাকে ১ ডলার বার্ষিক প্ল্যান বেছে নিতে বলা হবে। যারা এই সাবস্ক্রিপশন নেবেন না তাঁদের প্ল্যাটফর্মে পোস্ট করার অনুমতি দেওয়া হবে না।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রবাসে কোথায় আছেন? পরিবারকে জানাবে ইমো

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘শেয়ারিং ইজ কেয়ারিং’ এই ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি ...