সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / উলিপুরে ধরলার অব্যাহত ভাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস বিলীন

উলিপুরে ধরলার অব্যাহত ভাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস বিলীন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
 কয়েক দিনের প্রবল বর্ষণ ও  উজানী ঢলে
  প্রচন্ড স্রোতে ধরলা নদীর চলমান ভাঙ্গনে দ্বিতীয় দিনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ  ইউনিয়ন ভূমি অফিস নদীগর্ভে বিলীন হয়েছে।
  ১  অক্টোবর  ২০২৪  ইং সকালে জানা গেছে,  কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ  খুদিরকুটি বন্যা আশ্রয়ে কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস মঙ্গলবার রাতে  নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার এক দিন পর অব্যাহত ভাঙ্গনে   খুদির কুটি বন্যা আশ্রয়  কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ  ইউনিয়ন ভূমি অফিস বিলীন হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।   ভাঙ্গনের সম্মুখীন হয়েছে খুদির কুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। অনেকের পুরাতন বসতভিটা পারিবারিক কবরস্থান। ভাঙ্গনের সম্মুখীন হওয়ায় অনেকে তাদের  বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে  প্রচন্ড স্রোতে ধলায়  ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম   পানি উন্নয়ন বোর্ড  (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ১ অক্টোবর মঙ্গলবার জানিয়েছেন , আমরা বিষয়টি অবগত হয়েছি । ভাঙ্গন রোধে দুই হাজার  জিও ব্যাগ প্রস্তুত হচ্ছে আজ ফেলানো হবে।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...