সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি ও বানিজ্য / ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের টাকার নতুন নোট পাওয়া যাবে।

রাজধানীর যাত্রাবাড়ীর ন্যাশনাল ব্যাংক, জাতীয় প্রেসক্লাবের অগ্রণী ব্যাংক, বসুন্ধরা সিটি শাখার সোশ্যাল ইসলামী ব্যাংক, ধানমন্ডির ব্যাংক এশিয়া, উত্তরায় ঢাকা ব্যাংক, জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরীপাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর ব্র্যাঞ্চেও নতুন নোট মিলবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ঈদের একদিন আগে পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। এছাড়া কাউন্টার থেকে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা সংগ্রহ করা যাবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বৈষম্যবিরোধী আন্দলনের প্রভাবে জুলাই-আগস্ট মাসে এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে ১৩ শতাংশ

  স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত জুলাই-আগস্ট মাসে অস্থিরতার প্রভাব ...