সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

এস আলম ,টাঙ্গাইল প্রতিনিধি:
 ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীগণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, যায়যায় দিনের প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, দৈনিক দেশবাসীর বার্তা সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, বাংলানিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, ডেইলি সানের প্রতিনিধি সুমন খান বাবু,
বনিক বার্তার প্রতিনিধি পারভেজ হাসান, ঢাকা টাইমসের প্রতিনিধি রেজাউল করিম,
 বর্তমান পত্রিকার প্রতিনিধি এসএম আওয়াল মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুজ্জামান মোস্তফা,দৈনিক বাংলা ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় অনলাইন চ্যানেল সেভেন অনলাইন ডট কমের সম্পাদক  মোহাম্মদ সিরাজ আল মাসুদ, আমাদের সময়ের প্রতিনিধি শামীম আল মামুন, সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ রানা সানভি,
চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি মাসুদ রানা, বিডি নিউজের প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, এখন টিভির প্রতিনিধি কাউছার আহমেদ, দৈনিক দেশবাসীর চীফ রিপোর্টার তোফায়েল আহমেদ রনিসহ জেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী।
এ সময় বক্তারা বলেন,আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়া হাউজের উপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করছি। তারা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থানকারী দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস না পায়।
উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় রেডিও ক্যাপিটালের ভিতরে ঢুকে টেবিল, কম্পিউটার, এসি এবং বাইরে থাকা ১১টি গাড়ি, কাঁচের দেয়াল ও দরজা ভেঙে ফেলে। আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...