সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / ইউপি কার্যালয়ে ঢুকে মেম্বারকে মারধরের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার

ইউপি কার্যালয়ে ঢুকে মেম্বারকে মারধরের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার

ডা. আজাদ খান,জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান-
গত ১৫ মে ইং তারিখ দুপুর অনুমান ১২.৩৫ ঘটিকার সময় সরিষাবাড়ী থানাধীন ডোয়াইল ইউনিয়ন পরিষদ এর সচিব কক্ষে ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ এর ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রেজাউল হক তার দাপ্তরিক কাজ করাকালীন সময়ে মোঃ মামুন (৩২) পিতা-মৃত আইন উদ্দিন মাস্টার, সাং-চাপারকোনা, থানা-সরিষাবাড়ী, জেলা জামালপুর, মেম্বার রেজাউল এর সহিত গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন পূর্বক অতর্কিত ভাবে মারপিট শুরু করে।

উক্ত ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশ ইউপি সদস্য মোঃ রেজাউল হক কে বাদি করে তাৎক্ষণিক এজাহার গ্রহন করতঃ সরিষাবাড়ী থানার মামলা নং-১১, তারিখ-১৫/০৫/২০২৪খ্রি.ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৫/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত ঘটনা সংঘটনের পর হতে আসামী মোঃ মামুন পলাতক হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

সরিষাবাড়ী থানা টিম বিভিন্ন জায়গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার এক পর্যায়ে আসামী মোঃ মামুন কে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করে।

পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শনিবার (১৮ মে) দুপুরে মামলার প্রধান আসামি মামুনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে আদালত চত্বরে হিরো আলমকে কান ধরে ওঠবস, মারধর

  স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ...