সর্বশেষ সংবাদ
Home / আজকের পত্রিকা / আশাশুনিতে প্রকল্পের উদ্বোধন ও কর্মশালা লিডার্সের

আশাশুনিতে প্রকল্পের উদ্বোধন ও কর্মশালা লিডার্সের

আশাশুনি প্রতিনিধিঃ  আশাশুনিতে উঃ প্রকল্পের উদ্বোধন কর্মশালা করেছে লিডার্স
১৪ মে সোমবার আশাশুনির অফিসার্স ক্লাবে  জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি
কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প” এর উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান, সভাপতি, আশাশুনি উপজেলা
জলবায়ু এ্যডভোকেসি ফোরাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রনি আলম নূর।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল বলেন
দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগের কারনে
ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন প্রদানের জন্য তহবিল গঠন করা হয়েছে; কিন্তু তৃনমূল পর্যায়ে
ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের নিকট এই সহায়তা পৌঁছানোর কোন নীতিমালা ও কর্মকৌশল এখনও
প্রস্তুত হয়নি। এই প্রকল্প আশাশুলি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তন জনিত
দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগনের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার স্বক্ষমতা বৃদ্ধির
জন্য পাইলট প্রকল্প হিসাবে কাজ করবে পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগনের ক্ষতিপুরন প্রদান
কর্মকৌশন প্রনয়নে ভূমিকা রাখবে।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রনি আলম নূর প্রধান অতিথির বক্তব্যে
বেসরকারী ভাবে কোন প্রকল্প বাস্তবায়নের প্রারম্ভে জনগনের মতামতের উপর গুরুত্বারোপ করার জন্য
ধন্যবাদ জানান। তিনি বলেন সময়ের প্রেক্ষাপটে এটি একটি পাইওনিয়ার কাজ এবং মাঠ
পর্যায়ে যে সকল কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে সেগুলি খুবই প্রাসঙ্গিক। তিনি
কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। কর্মশালায় অনান্যরা তাদের
মতামত ও সুপারিশ প্রদান করেন।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সিনিয়র মৎস্য
অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক
অফিসার, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইডের হিউম্যানিটারিয়ান ও রেজিলিয়েন্স বিভাগের প্রধান
জনাব মোঃ সামসুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান
জনাব মোঃ আবু দাউদ ঢালী, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস এম
হুসেনুজ্জামান, আশাশুনি উপজেলা জলবায়ু এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ,
আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়ের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও জলবায়ু পরিবর্তন জনিত
দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...