সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / আল জাজিরা বন্ধ করতে ইসরায়েলের সংসদে ভোট

আল জাজিরা বন্ধ করতে ইসরায়েলের সংসদে ভোট

স্টাফ রিপোর্টার:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।

একটি সরকারি বিবৃতিতে এ কথা বলা হয়েছে। চলমান গাজা যুদ্ধে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি টিভি চ্যানেল অস্থায়ীভাবে বন্ধ করার অনুমতি চেয়ে একটি আইন পাস করেছিল ইসরায়েলের সংসদ। এরপরই রোববার দেশটির মন্ত্রিসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে।

অনুমোদিত আইন অনুযায়ী নেতানিয়াহু ও নিরাপত্তা মন্ত্রিসভা ৪৫ দিনের জন্য ইসরায়েলে বিদেশি টিভির কার্যালয় বন্ধ করতে পারবে, যা নবায়নযোগ্য। এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত বজায় থাকবে।

নেতানিয়াহু আল জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নওগাঁয় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক!

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সুজাইল মোড় সংলগ্ন এলাকায় ...