সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / “আর স্বপ্ন দেখবো না”

“আর স্বপ্ন দেখবো না”

 

…. ডাক্তার বাসুদেব পোদ্দার

মন তুই আর স্বপ্ন দেখিস না
তোর কারনেই কষ্টে আছি,
দুঃখের বোঝা মাথায় নিয়ে
দুঃখেই আছি বাঁচি।।

আমি স্বপ্ন ছুতে গিয়েছিলাম
তারার দেশে দূর আকাশে,
ছিনিয়ে আনলাম স্বপ্ন আমার
পড়লাম আমি প্রকৃতির রোষে।।

জীবন বাজির এই না স্বপ্ন
আজ যে হল অধরা,
স্বপ্নেরা হাঁসে দূর নীলিমা
হলাম আমি সর্বহারা।।

আকাঙ্ক্ষার তীব্র কবলে পড়ে
সব হারালাম মনের জীদে,
স্বপ্ন দেখা তাই হলো ভুল
খামখেয়ালির শখ সুবাদে।।

বাস্তবতা এতুই যে কঠিন
আবেগ প্লাবন তুচ্ছ সেথায়,
আমার হিসাব ভুল ছিল যে
অংক কষি শূন্য যেথায়।।

ছুটছে সবাই সুখের দেশে
বাস্তবতার সূত্র ধরে,
আমি আজও রইলাম বোকা
আবেগ পুশি আপন ঘরে।।

চিনলাম না যে অর্থ কড়ি
বুঝলাম না তো ধরার হিসাব,
ভুলেই ভুলেই চলছে জীবন
তাইতো আজি মিছে কিতাব।।

আর সময় কই ভুল শোধিবার
জীবন প্রদীপ নিভু নিভু
অবহেলার গ্লানি নিয়েই
রাখবেন সুখে আমার প্রভু।।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার গাড়ি বাড়ি অর্থ করি নেই বলে আজ ব্যর্থ পুরুষ, ...