সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / বরিশাল বিভাগ / আমতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আমতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদের মধ্যে ৫ জন উপজেলা চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন।বৃহস্পতিবার বিকেল ৫ টায় এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা ।

জানা যায়,আমতলীউপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, সাবেক সাংসদ মরহুম নিজাম উদ্দিন আহমেদের পুত্র এলমান উদ্দিন আহমেদ সুহাদ,কৃষকলীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার, ঢাকা আইনজীবি সমিতির সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেন মোল্লা।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ কে এম শামসুদ্দিন শানু,উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খান, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমানমঈন পাহলান,স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাজমুল হাসান সোহাগ,সাবেক যুবলীগ নেতা সৈয়দ মো.নাজমুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদ আক্তার জোসনা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর জিএম মুসার স্ত্রী জেসিকা তারতিলা জুথি মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ মে, মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ১৯ মে, প্রতিক বরাদ্ধ ২০ মে ভোট ৫ জুন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বরগুনায় রেমালের তান্ডবে  কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা 

মঈনুল সুমন – বরগুনা জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনায় কৃষি খাতে ...