সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Oplus_0

আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সদ্য যে সরকারের পতন হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন ড্রামা সাজিয়ে সীমান্ত দিয়ে সংখ্যালঘু হিন্দু পরিবার ভারত যাওয়া প্রচার করেছে।

কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ চলে যাচ্ছিলেন ভারতে। তারা একসঙ্গে জড়ো হয়েছিলেন। প্রশাসনের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে তারা পরিষ্কার বলেছেন যে, এটি একটি নাটক।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে তার পৈত্রিক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তাদের কারও সঙ্গে তাদের স্ত্রী কন্যা সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক এবং ওপারে ধারণা দেওয়া তারা এখানে নির্যাতিত হচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না।

তিনি বলেন, আপনারা দেখেছেন আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলায় নেতাকর্মীরা ছুটে বেরিয়েছে। সেই কাজটি করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোন লোকজন জড়িত আছে। আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা সব ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে (জেলা ছাত্রদলের নেতা অহিদুল ইসলাম)।

বিএনপি মহাসচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসাবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। একই সঙ্গে মানুষকে যেন ব্যবহার করতে না পারে।

মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে এখানকার সনাতন ধর্মের মানুষ আছেন, তাদের অনুরোধ করবো আপনার গুজবে কান দেবেন না। প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।

এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...