সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / আজ থেকে শুরু হয়েছে ব্রাক্ষণবাড়িয়ার সর্ব বৃহত গ্রাম ভাদুঘরে ওরশ মোবারক

আজ থেকে শুরু হয়েছে ব্রাক্ষণবাড়িয়ার সর্ব বৃহত গ্রাম ভাদুঘরে ওরশ মোবারক

আবদুর রহমান বুলবুল,ব্রাক্ষণবাড়িয়া: ব্রহ্মনবাড়িয়ার সর্ব বৃহত গ্রাম ভাদুঘরের সর্বজন শ্রদ্ধেয় অলি হযরত পীর শাহ্ সোলেমান ওসমান গনি ইয়ামেনি প্রকাশ্যে (মাইজলা পীর (রা:) এর ওরস মোবারক আরাম্ব হতে যাচ্ছে, ২৬,২৭ ও ২৮শে এপ্রিল মোতাবেক ১৩.১৪.১৫ই বৈশাখ।

হযরত পীর শাহ্ সোলেমান ওসমান গনি ইয়ামেনি প্রকাশ্যে (মাইজলা পীর (রা:) ছিলেন তিনশত ষাট আওলিয়ার সফর সঙ্গী ও হযরত শাহ্ জালাল ইয়ামেনি( রা:) এর সফর সঙ্গী তত কালিন ভারত বর্ষের অত্যাচারী রাজা গৌড়গবিন্দ কে পড়াস্থ করেন ৷ পরবর্তীতে হযরত শাহ্ জালাল ইয়ামেনি ( রা:) নির্দেশে চলে আসেন ব্রাহ্মন রাজার (বর্তমাম ব্রাক্ষণবাড়িয়া) তে আসন করেন ব্রাহ্মনবাড়িয়ার সর্ববৃহৎ গ্রাম ভাদুঘরে তাওহিদী নিশান উড়ান ওনার ইন্তেকালের পর থেকে মুরিদ ও বক্তবৃন্দরা ১৩.১৪ ও ১৫ই বৈশাখ ওরস মাহফিল আরাম্ভ করেন যা বর্ত মানে প্রচলিত আছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...