সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি ও বানিজ্য / আজ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩০৭ কোটি টাকা
Oplus_0

আজ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩০৭ কোটি টাকা

 

নিজস্ব প্রতিবেদক:

প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শুরুর প্রথম দুই ঘণ্টা ১৪ মিনিটে, অর্থাৎ প্রায় সোয়া দুই ঘণ্টায় ১২টা ১৪ মিনিটে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিবভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ১৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ২৩ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭৩৬ পয়েন্টে।

পরে সেই সূচক উত্থান বৃত্ত কমে আসে। লেনদেনের শুরুর প্রথম দুই ঘণ্টা ১৪ মিনিটে সূচক ডিএসইএক্স ১৮ দশমিক শূন্য সাত পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭৩২ দশমিক শূন্য তিন পয়েন্টে।

আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৬ দশমিক শূন্য তিন পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ দশমিক শূন্য ছয় পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারদর।

এ সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে একমি ল্যাবের শেয়ার। লেনদেন করেছে ১৯ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া সোনালী আঁশের ১৭ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১৪ কোটি ১৬ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৪ কোটি পাঁচ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৩২ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের আট কোটি আট লাখ টাকা, ইবনে সিনার সাত কোটি ৭৯ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৭৮ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের সাত কোটি ৭০ লাখ টাকা এবং গ্রামীণফোনের সাত কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ১৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ২৩ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭৩৬ পয়েন্টে। পরে সেই সূচক উত্থান বৃত্ত কমে আসে। লেনদেনের শুরুর প্রথম দুই ঘণ্টা ১৪ মিনিটে সূচক ডিএসইএক্স ১৮ দশমিক শূন্য সাত পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭৩২ দশমিক শূন্য তিন পয়েন্টে।

আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৬ দশমিক শূন্য তিন পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ দশমিক শূন্য ছয় পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারদর।

এ সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে একমি ল্যাবের শেয়ার। লেনদেন করেছে ১৯ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া সোনালী আঁশের ১৭ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১৪ কোটি ১৬ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৪ কোটি পাঁচ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৩২ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের আট কোটি আট লাখ টাকা, ইবনে সিনার সাত কোটি ৭৯ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৭৮ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের সাত কোটি ৭০ লাখ টাকা এবং গ্রামীণফোনের সাত কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা

  স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা হচ্ছে ...