সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / আজিজ-বেনজীরের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না : এনডিপি

আজিজ-বেনজীরের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না : এনডিপি

দেশবাংলা ডিজিটাল ডেস্ক:সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের অপকর্ম ও দুর্নীতির দায় বর্তমান সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, সরকার ও সরকারি দল এখন অপরাধীদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিনত হয়েছে। সাবেক সেনা ও পুলিশ প্রধানের নজিরবিহীন দুর্নীতির দায়দায়িত্ব সরকার এড়াতে চেষ্টা করলেও তা এড়াতে পারে না।

সোমবার (৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময়ের সেনাপ্রধান আজিজ আহমেদ বর্তমানে সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। একসময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছে কোর্ট। তারা শুধু সরকারের সমর্থকই ছিলেন না। আওয়ামী লীগ তাদের ঘাড়ে চেপে সরকার গঠন করেছে। সরসরি না হলেও তারা সরকারেরই অংশীদার। যাদের মাধ্যমে ২০১৮ সালে ক্ষমতাসীন সরকার নির্বাচনী নদী পার হয়েছিল।

এনডিপি চেয়ারম্যান আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের বেনজির আহমেদ পুরো পুলিশ প্রশাসনকে অপব্যবহারের উদাহরণ সৃষ্টি করেছেন, সেটা কি সরকারের জানা ছিল না? সরকার কি এর সুবিধা ভোগ করেনি? এখন তাকে টার্গেট করেছি তাই ছুড়ে ফেলে দিয়েছে। এরাই ১৮ সালের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তাদের কারণে আজ দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশবাহিনীর গৌরব প্রশ্নবিদ্ধ। এ দায় সরকার ও সরকারপ্রধান এড়াতে চেষ্টা করলেও পারেন না।

তিনি বলেন, বেনজীর আহমেদ তো এক দিনে এত সম্পদ করেননি। অবসরের পর তো ব্যবসা-বাণিজ্য করে করেননি। চাকরিতে থাকাবস্থায় খবর এসেছিল, বেনজীর আহমেদ সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছেন। তখন কেন ভাবেন নাই, একজন সরকারি চাকুরে কী করে সর্বোচ্চ করদাতা হন! এত সম্পদ তো তিনি লুকিয়ে করেননি। যাদের নজরদারি করার কথা ছিল, তারা করেননি। সরকার তাঁকে একের পর এক পদক দিয়েছে। সরকার কি তখন যাচাই-বাছাই করেননি? এই দায়িত্ব তো সরকার এবং সরকারি সংস্থার।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ  এমদাদুল হক সদর উপজেলা প্রতিনিধি জামালপুর বাংলাদেশ জাতীয়তাবাদবাদী ওলামা দলের ৪৬ ...