সর্বশেষ সংবাদ
Home / আদালত / আইনজীবীকে হত্যাচেষ্টা : শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা
Oplus_0

আইনজীবীকে হত্যাচেষ্টা : শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

 

আদালত প্রতিবেদক:

১১ বছর আগে রেহেনা পারভীন নামের এক আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে আইনজীবী রেহেনা পারভীন বাদী হয়ে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবী রেহেনা পারভীন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগনেতা আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান সোহাগ। এ ছাড়া আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টের সামনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিলেন তিন শতাধিক আইনজীবী।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পুলিশের ৪০ থেকে ৫০ জন সদস্য তাদের ওপর হামলা চালায়। এ সময় বাদী আইনজীবী রেহেনা পারভীনকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন ও কাউন্সিলর হাসিবুর

  আদালত প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা ...