সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / বরিশাল বিভাগ / অবরোধের প্রথম দিনে বরিশালে যান চলাচল স্বাভাবিক প্রায়

অবরোধের প্রথম দিনে বরিশালে যান চলাচল স্বাভাবিক প্রায়

মো: মোস্তফা কামাল (সুমন) : বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 3 দিনের অবরোধের প্রথম দিনে বরিশাল থেকে দূরপাল্লার যান চলাচল অনেকটাই বন্ধ । বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখা যায় দুরপাল্লার গাড়ি চলাচল অনেক কম।

বরিশাল বাস শ্রমিক সমিতির সদস্য হুমায়ন জানায়_ যাত্রী না থাকায় গাড়ি চলাচল কম হচ্ছে, যাত্রী হলে আমরা গাড়ি চালাবো। তবে স্থানীয় থ্রী হুইলার যান, আলফা, সিএনজি, অটোরিকশা চলাচল ছিলো অনেকটাই স্বাভাবিক।

এদিকে অবরোধের প্রভাবে বরিশালে সংহিসতা রোধে 33 সাতক্ষীরার 2 প্লাটুন বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ) মঙ্গলবার থেকে অবস্থান করবে। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান-বারিশালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে,তিনি জানান- নগরী সহ জেলার যেকোনো স্থানে তারা দায়িত্ব পালন করবে।

এদিকে মহানগর আওয়ামিলিগের সাধারণ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়কে অবরোধ বিরোধী মহড়া দিতে দেখা যায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বরগুনায় রেমালের তান্ডবে  কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা 

মঈনুল সুমন – বরগুনা জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনায় কৃষি খাতে ...