সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / অগ্নিকাণ্ডের ২৪ দিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু
Oplus_0

অগ্নিকাণ্ডের ২৪ দিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

 

নিজস্ব প্রতিবেদকঃ

কোটাবিরোধী আন্দোলন চলাকালে আগুন লাগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়। তার আগে চালে ভাঙচুর।

গত ১৮ জুলাই রাতে বনানী (চেয়ারম্যানবাড়ি) ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলঘরে এমন ঘটনার পর থেকে বন্ধ ছিল টোল আদায়।

২৫ দিনের মাথায় আজ রোববার (১১ আগস্ট) আবার চালু হলো টোল আদায়। যদিও বন্ধ আছে এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করে। এই বাহনগুলোর এক্সপ্রেসওয়েতে চলাচলে বিধিনিষেধ রয়েছে।

অনেকে সেদিন হেঁটেও ঘুরেছেন এক্সপ্রেসওয়েতে। তবে, টোল না থাকলেও শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের উদ্যোগে দুই দিনের মধ্যে রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল বন্ধ হয়। এই সময় ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক টোল ছাড়া চলাচল করে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান গণমাধ্যমকে টোল আাদায় শুরুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় বেলা ৩টা থেকে টোল আদায় শুরু হয়েছে।

আমাদের বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আমরা আগের নিয়মে টোল আদায় করছি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...